Bulbuli Lyrics from Coke Studio Bangla Season One. Song Is Sung by Ritu Raj And Nandita. Bengali Ghazal Bagichay Bulbuli Tui Lyrics Written by Kazi Nazrul Islam. Previously This Ghazal Is Sung by Manabendra Mukhopadhyay, Firoza Begum, Salauddin Ahmed, Asha Sarker And Many Various Artists In Their Own Way.

Song Details:
Song: | Bulbuli |
Singer: | Rituraj Baidya & Sanzida Mahmood Nandita |
Lyrics: | Kazi Nazrul Islam |
Video Directed by: | Krishnendu Chattopadhyay |
Label: | Coke Studio Bangla |
Bulbuli Lyrics Coke Studio Bangla
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল,
আজও তার
ফুল কলিদের ঘুম টুটেনি
তন্দ্রাতে বিলোল।
আজও হায়,
রিক্ত শাখায় উওরী বায়,
ঝুরছে নিশিদিন ..
আজও হায়,
রিক্ত শাখায় উওরী বায়,
ঝুরছে নিশিদিন ..
আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া
মৌমাছি বিভোল,
আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া
মৌমাছি বিভোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
কবে সে ফুল কুমারী
ঘোমটা চিরি আসবে বাহিরে ..
কবে সে ফুল কুমারী
ঘোমটা চিরি আসবে বাহিরে …
শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম
রাঙবে রে কপোল,
শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম
রাঙবে রে কপোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
দোল দোল দোল দিয়েছি
ঘুম ভেঙেছে কই?
ফাগুন এসে ডাক দিয়ে যায়
উঠলো এবার সই।
ভাঙাবো কি ঘুম তোর
আশাতে নেশাতে না জেগে জেগে রই,
দখিনা.. এলো ওই,
ওলিরা, পাখিরা তোমারই প্রেমেতে রই।
ওঠ ওঠ ওঠ লো রে সই
ফাগুন এলো ওই,
দখিন হাওয়া ডাক দিয়ে যায়
মনের মানুষ কই?
ওঠ ওঠ ওঠ লো রে সই
ফাগুন এলো ওই,
দখিন হাওয়া ডাক দিয়ে যায়
মনের মানুষ কই?
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা
আসবে ফুলেল বান,
কুঁড়িদের ওষ্ঠ-পুটে লুটবে হাসি
ফুটবে গালে টোল।
কবি তুই গন্ধে ভুলে, ডুবলি জলে
কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে
ভরবে আঁখির কোল,
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসনে আজই দোল।
Bulbuli Lyrics Coke Studio Bangla
Bagichay Bulbuli Tui
Dishne aaji dol aajo tor
Phul kolider ghum tuteni
Tondra te bilol
Aajo haay rikto shakhay uttori baay
Jhurche nishidin
Asheni dokhine hawa Ghazal gaowa
Moumachi bibhol
Kobe se phul kumari
Ghomta chiri ashbe bahire
Shishirer sporsho suke vangbe re ghum
Rangbe re kopol
Dol dol dol diyechi
Ghum vengeche koi?
Fagun ese daak diye jaay
Uthlo ebar soi
Vangabo ki ghum tor
Ashate neshate na jege jege roi
Dokhina elo oi
Olira pakhira tomari premete roi
Oth oth toh lo re soi
Fagun elo oi
Dokhin hawa daak diye jaay
Moner manush koi?