E Gaane Projapoti Song Is Sung by Sandhya Mukherjee from Deya Neya Bengali Movie, Directed by Sunil Bandyopadhyay. E Gaane Prajapati Cover Version Song Is Sung by Shreya Ghoshal, Priyanka Biswas And Many Verious Artists In Their Own Way. Music Composed by Shyamal Mitra. E Gaane Projapoti Lyrics Written by Gauri Prasanna Mazumder.

Song Details:
Song: | E Gaane Projapoti |
Singer: | Sandhya Mukherjee |
Lyrics: | Gauri Prasanna Mazumder |
Movie: | Deya Neya |
E Gaane Projapoti Song Lyrics In Bengali
এ গানে প্রজাপতি
পাখায় পাখায় রং ছড়ায়,
এ গানে রামধনু তার
সাতটি রঙের দোল ঝরায়,
এ গানে প্রজাপতি
পাখায় পাখায় রং ছড়ায়,
এ গানে রামধনু তার
সাতটি রঙের দোল ঝরায়,
এ গানে প্রজাপতি
পাখায় পাখায় রং ছড়ায়।।
সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে
সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে,
গানে আমার কে যে দিল সুর
গানে আমার কে যে দিল সুর,
সে তো জানিনা,
সে-তো জানিনা।
এ গানে প্রজাপতি
পাখায় পাখায় রং ছড়ায়,
এ গানে রামধনু তার
সাতটি রঙের দোল ঝরায়,
এ গানে প্রজাপতি
পাখায় পাখায় রং ছড়ায়।।
আমার এ গান সুনীল সাগর কূলে
মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে,
লালা লা, লালা লা, লালা লা..
আমার এ গান সুনীল সাগর কূলে
মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে,
লালা লা, লালা লা, লালা লা..
সে কার বাঁশিতে চায় যে হাসিতে
সে কার বাঁশিতে চায় যে হাসিতে,
কাছে আমার আসে কেনো দূর
কাছে আমার আসে কেনো দূর,
সে তো জানি না
সে-তো জানিনা।
এ গানে প্রজাপতি
পাখায় পাখায় রং ছড়ায়,
এ গানে রামধনু তার
সাতটি রঙের দোল ঝরায়,
এ গানে প্রজাপতি
পাখায় পাখায় রং ছড়ায়।
E Gaane Projapoti Song Lyrics In Bengali
E gaane prajapati
Pakhay pakhay Rong choray
E gaane ramdhanu tar
Sat ti rong er dol jhoray
E gane projapoti
Pakhay pakhay Rong choray
Simana chariye jai je hariye
Gaane Amar ke je dilo Sur
Gane amar ke je dilo Sur
Se toh Jani na
Se toh Jani na
Amar e gaan sunil sagor kule
Mukta khoje shudhu je jhinuk tule
Se kar banshite chaay je hasite
Kache amar ashe keno dur
Se to Jani na
Se toh Jani na |