Ei Poth Chawa Song Is Sung by Habib Wahid. Song Composed Produced And Arranged by Habib Wahid. Ei Poth Chawa Lyrics Written by Mohosin Mehedi.

Song Details:
Song: | Ei Poth Chawa |
Singer: | Habib Wahid |
Lyrics: | Mohosin Mehedi |
Composed: | Habib Wahid |
Ei Poth Chawa Song Lyrics In Bengali
এই পথ চাওয়া যদি থেমে যায়
কোন পথে তুমি খুঁজবে আমায়?
আমার মতন করে এমন মায়ায়
রাখবে যতনে কে,
চোখেরই তারায় ?
এই পথ চাওয়া যদি থেমে যায়
কোন পথে তুমি খুঁজবে আমায় ?
থাকোনা তুমি এ মনের সবটা জুড়ে
পাবেনা আমার মতো কেউ পৃথিবী ঘুরে,
ও ও..
থাকোনা তুমি এ মনের সবটা জুড়ে
পাবেনা আমার মতো কেউ পৃথিবী ঘুরে,
দিশেহারা পাখি হয়ে উড়ে উড়ে চলি
প্রেমেরই যাতনাতে কত কি যে বলি।
এই মাতাল অনুভব তোমার ছায়াপথে
এতোটা পথ বলো তুমি যাবে কার সাথে ?
আমার মতন করে এমন মায়ায়
রাখবে যতনে কে,
চোখেরই তারায় ..
এই পথ চাওয়া যদি থেমে যায়
কোন পথে তুমি খুঁজবে আমায় ?
Ei Poth Chawa Song Lyrics In Bengali
Ei poth chaowa jodi theme jaay
Kon pothe tumi khujbe amay
AMar moton kore emon mayay
Rakhbe jotone ke chokheri taray
Thakona tumi e moner sobta jure
Pabena amar moto keu prithibi ghure
Dishehara pakhi hoye ure ure choli
Premeri jatonate koto ki je boli |