Joy Baba Bholenath Charak Puja Special Bengali Devotional Song Is Sung by Keshab Dey. Song Mixing and Mastering by Suraj Nag. Music by Anindya Biswas. Joy Baba Bholenath Lyrics Written by Rajat Ghosh.

Song Details:
Song: | Joy Baba Bholenath |
Singer: | Keshab Dey |
Lyrics: | Rajat Ghosh |
Label: | KD Entertainment |
Joy Baba Bholenath Song Lyrics In Bengali
গিরিধারী মহেশ্বরে ডুব দিয়ে যারে
সব সুখ তাঁর চরণে যা সঁপে দেরে।
হো.. গিরিধারী মহেশ্বরে ডুব দিয়ে যারে
সব সুখ তাঁর চরণে যা সঁপে দেরে,
বাবা তোর প্রসাদের মহিমা এমন
ভবের নেশা কাটিয়ে নাচতে লাগে মন।
পাপী তাপী উদ্ধারিলো
তোর কাছে সুখ কুড়োলো,
পাপী তাপী উদ্ধারিলো
তোর কাছে সুখ কুড়োলো
বাবা ছাড়া এত ভালো আর কে বাসে?
তোর যা সাধ আছে তা হবে রে পূরণ
জয় বাবা ভোলেনাথ বলে যা রে মন,
তোর যা সাধ আছে তা হবে রে পূরণ
জয় বাবা ভোলেনাথ বলে যা রে মন,
জয় বাবা ভোলেনাথ বলে যারে মন
জয় বাবা ভোলেনাথ বলে যারে মন ..
আমি বাবা সর্বহারা তোর কাছে এলাম
সুর ছাড়া আর কিছু নেই
তাই তোকে দিলাম,
হো.. আমি বাবা সর্বহারা তোর কাছে এলাম
সুর ছাড়া আর কিছু নেই
তাই তোকে দিলাম,
যতো সব কষ্ট ছিল তোর চরণে আজ
চোখের জলে তাকে বিদায় দিলাম।
আবার ঘুরে দাঁড়াবো
তোর নামে সঁপে দেবো,
আবার ঘুরে দাঁড়াবো
তোর নামে সঁপে দেবো
যত সুখ বাকি আছে জীবনে আমার।
জানি যা সাধ আছে তা হবে রে পূরণ
জয় বাবা ভোলেনাথ গেয়ে যারে মন,
জানি যা সাধ আছে তা হবে রে পূরণ
জয় বাবা ভোলেনাথ গেয়ে যা রে মন,
জয় বাবা ভোলেনাথ বলে যা রে মন
জয় বাবা ভোলেনাথ বলে যা রে মন ..
Joy Baba Bholenath Song Lyrics In Bengali
Giridhari mohesware doob diye jaa re
Sob sukh taar chorone ja sope de re
Baba tor prosader mohima emon
Bhober nesha katiye nachte laage mon
Paapi taapi udharilo
Tor kache sukh kurolo
Baba chara eto bhalo aar ke base
Tor ja sadh ache taa hobe re puron
Joy baba bholenath bole ja re mon
Ami baba sorbohara tor kache elam
Sur chara aar kichu nei
Tai toke dilam
Joto sob kosto chilo tor chorone aaj
Chokher jole taake biday dilam |