Ke Rakhe Amare Song Is Sung by Imran Mahmudul. Music Composed, Praogramming, Mixing and Mastering by Imran Mahmudul. Ke Rakhe Amare Lyrics Written by Jisan Khan Shuvo.

Song Details:
Song: | Ke Rakhe Amare |
Singer: | Imran Mahmudul |
Lyrics: | Jisan Khan Shuvo |
Label: | Dhruba Music Station |
Ke Rakhe Amare Song Lyrics In Bengali
এভাবে যদি যাবে চলে
এসেছিলে কেন তাহলে ?
এভাবে যদি যাবে চলে
এসেছিলে কেন তাহলে?
চলে গেলে না বলে
চলে গেলে না বলে,
একলা একা করে।
কে রাখে আমারে, ভুলায় তোমারে
কে রাখে আমারে, ভুলায় তোমারে।।
রাখোনি যা দিয়েছিলে কথা
বোঝনি ব্যথির ও কি ব্যথা,
রাখোনি যা দিয়েছিলে কথা
বোঝনি ব্যথির ও কি ব্যথা,
কি কারনে, কি অভিমানে
কি কারনে, কি অভিমানে,
আছো এতটা দূরে।
কে রাখে আমারে ভুলাই তোমারে,
কে রাখে আমারে ভুলাই তোমারে।
আঘাতে আঘাতে ভেঙেছো মন
হয়েছো এতটা পর কখন,
আঘাতে আঘাতে ভেঙেছো মন
হয়েছো এতটা পর কখন,
একা একা বেঁচে থাকা
একা একা বেঁচে থাকা,
শুধু তোমাকে ঘিরে।
কে রাখে আমারে, ভুলায় তোমারে
কে রাখে আমারে, ভুলায় তোমারে।
Ke Rakhe Amare Song Lyrics In Bengali
Evabe jodi jabe chole
Esechile keno tahole
Chole gele na bole
Ekla eka kore
Ke rakhe amare bhulay tomare
Rakhoni ja diyechile kotha
Bojhoni byethiro ki beytha
Ki karone ki obhimane
Acho etota dure
Aghate aghate vengecho mon
Hoyecho etota por kokhon
Eka eka benche thaka
Shudhu tomake ghire |