Knaach Bhangaar Gaan Sung by Shovan Ganguly And Jimut Roy Web Series Only On Hoichoi. Music Composed by Joy Sarkar. Knaach Bhangaar Gaan Lyrics Written by Srijato.

Song Details:
Song: | Knaach Bhangaar Gaan |
Web Series Name: | Rudrabinar Obhishaap |
Singer: | Shovan Ganguly, Jimut Roy |
Lyrics: | Srijato |
Music: | Joy Sarkar |
Knaach Bhangaar Gaan Song Lyrics In Bengali
দেখো চেয়ে ভালোবাসা গেল ভাসান
মিশে গেলো নতুন মনের কিনারায়।
এ ব্যথাতে নরম হয়ে যাবে পাষাণ
এ বিরহে সুজন খুঁজে পাবে সায়।
শাখে শাখে পাখি ডাকে
মনে পড়ে কেন তাকে
সুরে সুরে দূরে দূরে ঘুরে আসে মন।
যত তারা আছে রাতে
আলো হবে সে প্রভাতে
ভালোবাসা নিভে গেলে কি হবে তখন ?
ফুটাবে পরাগ কে হাওয়ায় ..
দেখো চেয়ে ভালোবাসা গেল ভাসান
মিশে গেলো নতুন মনের কিনারায়,
এ ব্যথাতে নরম হয়ে যাবে পাষাণ
এ বিরহে সুজন খুঁজে পাবে সায় …
স্বপ্নে যে আসেনা, রং ভালোবাসেনা
তার জন্য অন্য রঙে সাজবে মন।
হৃদয় নদীর দু’কুল,
ভুল ভেঙে ফুটবে ফুল
সেই গন্ধে উঠবে ভরে কুঞ্জবন।
মনের আগুন, জ্বলবে দারুন
তাতে পুড়তে পুড়তে এক মুহুর্তে
জুড়তে জুড়তে স্বপ্ন উড়তে চায় ..
Knaach Bhangaar Gaan Song Lyrics In Bengali
Dekho cheye bhalobasha gelo bhashan
Mishe gelo notun moner kinaray
E bethate norom hoye jaabe pashan
E birohe sujon khuje pabe saay
Shakhe shakhe pakhi dake
mone pore keno taake
Sure sure dure dure ghure ashe mon
Joto tara ache raate
Aalo hobe se probhate
Valobasha nibhe gele ki hobe tokhon
Phutabe porag ke haway |