Kothar Jonaki Song Is Sung by Mahtim Shakib And Abanti Sithi. Music Composed by Shovon Roy. Kothar Jonaki Lyrics Written by Prosenjit Ojha.

Song Details:
Song: | Kothar Jonaki |
Singer: | Mahtim Shakib & Abanti Sithi |
Lyrics: | Prosenjit Ojha |
Label: | Protune |
Kothar Jonaki Song Lyrics In Bengali
কনে দেখা আলো, লেগেছিল ভালো
ছিলে তুমি পাশে নিঃশ্বাসের কাছে,
কিছু রঙ ছুঁয়ে, পড়েছি নুয়ে
আলতো আদরে বুকের ভিতরে।
তুমি হাসো যখন চাঁদেরই মতন
আমি ভাসি রূপের মুগ্ধতায়,
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়।।
কথার জোনাকী, হাওয়াতে ওড়ে
কতো কিছু বলি, ঠোঁটের পথ ধরে,
হৃদয় দুয়ারে, তুমি দাঁড়ালে
কি করে বলো আমি থাকি আড়ালে।
আমি আসি তোমার কাছে
কত শত বাহানায়,
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়।।
মেঘের পালকী, আমায় ডাক দিলো
তোমার ইশারায়, কি কথা লেখা ছিলো,
মনেরই আকাশ, তুমি রাঙালে
আমাকে তোমার, আপন করে নিলে।
আমি সব কিছু ভুলে থাকি
তোমারই ভাবনায়,
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়,
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়।
Kothar Jonaki Song Lyrics In Bengali
Kone dekha aalo legechilo valo
Chle tumi pashe nishwasher kache
Kichu rong chuye porechi nuye
Aalto ador buker bhitore
Tumi haso jokhon chanderi moton
Ami bhasi ruper mugdhotay
Tumi valobasho bole amay
Ami thaki chokher kinaray
Kothar jonaki hawate orey
Koto kichu boli thoter poth dhore
Hridoy duyare tumi darale
Ki kore bolo ami thaki arale |