Megh Balika Song Is Sung by Subhamita Banerjee Featuring Angshula Roy. Song Composition, Programming, Arrangments, Mixing And Mastering by Nirmalya Humtoo Dey. Megh Balika Lyrics Written by Mainak Sinha.

Song Details:
Song: | Megh Balika |
Singer: | Subhamita Banerjee |
Lyrics: | Mainak Sinha |
Label : | Asha Audio |
Megh Balika Song Lyrics In Bengali
আকাশ যখন মেঘ জমায়
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়।
কেন মেঘের হলো মন খারাপ
আকাশ দেবে কি সেই জবাব,
সেই বালিকারা কেন ঝরে যায়।
আঁচল ভরা রূপ পাখারা খোঁজে পরিচয়
আলোয় ভরা রাতের তারায় লেখা কবিতায়,
খুঁজে পেয়েও অসাবধানে ভাঙ্গন উঁকি দেয়
সেই বালিকাই বৃষ্টি হয়ে যায়।
আকাশ যখন মেঘ জমায়
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়।
আঁধার আলোতে, অঝোর ধারাতে
মুহূর্তরা জীবন হয়ে মিশে যায়,
আকাশও জানে কোন পিছুটানে
সেই বালিকা ফিরবেনা তার সীমানায়।
মেঘলা দুপুর জল নুপুরের আঁকা ছবিটায়
ছেঁড়া ব্যথা জমা কথা কত না বলায়,
যদি ভালোবাসা নিজেই আকাশ হতে চায়
সেই গল্প গুলো সত্যি হয়ে যায়।
আকাশ যখন মেঘ জমায়
মেঘ বালিকার কল্পনায়,
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়
সেই মেঘ বালিকাই বৃষ্টি হয়ে যায়
সেই গল্প গুলো সত্যি হয়ে যায়।
Megh Balika Song Lyrics In Bengali
AKash jokhon megh jomay
Megh balikar kolponay
Sei balikarai brishti hoye jaay
Keno megher holo mon kharap
Akash debe ki sei jobab
Sei balikara keno jhore jaay
Anchol bhora rup pakhara khoje porichoy
Alloy bhora raater taray lekha kobitay
Khuje peyeo osabdhane vangon unki dey
Sei balikai brishti hoye jaay |