Mukhosh Title Song Is Sung by Noble Man. Music Composed by Ahmmed Humayun. This Bengali Movie Directed by Efthakhar Suvo. Mukhosh Bengali Movie Title Song Lyrics Written by Abraham Tamim.

Song Details:
Song: | Mukhosh |
Movie : | Mukhosh |
Singer: | Noble Man |
Lyrics: | Abraham Tamim |
Mukhosh Title Song Lyrics In Bengali
দিশেহারা সময় মিথ্যার অন্ধকারে
খুঁজে চলেছি আমায়,
হিংস্র মুখোশের ছোবলে স্বপ্নের হাহাকার
নকল মানুষের ভিড়ে
বেচতে বসেছি কান্না আমার।
মাতাল শূন্যতায় মানুষের ভেতর
মানুষ কেমন অমানুষ হয়ে যায়,
বিশ্বাস পুড়ে ছাই নিশ্চুপ বয়ে যায়
পাথর জীবন গুনছে দিন
মৃত্যুর কিনারায় …
চারিদিকে সব মুখোশের খেলা
বিষাক্ত চেহারায়,
আমার ভেতর আমি কেবল
নিঃশেষ হয়ে যাই,
ভোর ছুটে যায় দূরে বহুদূরে
মহাশুন্নে একাকী,
রোজগার অভিনয় ভেঙ্গে ঘুমের
ভেতর জেগে থাকি।
অশান্তরা কেঁদে ওঠে বোবা যন্ত্রণায়
আমিও হারিয়েছি মুখে মুখোশের খেলায়,
অবিরাম রাত কাটছে নতুন ভোরের আশায়।
কিভাবে দৃশ্যরা হারিয়ে যায় শহরের মগ্নতায়
মায়াডোরে স্বপ্ন বাঁধা সব ছলনাময়।
চারিদিকে সব মুখোশের খেলা
বিষাক্ত চেহারায়,
আমার ভেতর আমি কেবল
নিঃশেষ হয়ে যাই,
ভোর ছুটে যায় দূরে বহুদূরে
মহাশুন্নে একাকী,
রোজগার অভিনয় ভেঙ্গে ঘুমের
ভেতর জেগে থাকি।
Mukhosh Title Song Lyrics In Bengali
Dishehara somoy mitthar andhokare
Khuje cholechi amay
Hingsro mukhosher chobole
Sopner hahakar
Nokol manusher bhire
Bechte bosechi kanna amar
Matal shunnotay manusher vetor
Manush kemon omanush hoye jaay
Bishwash pure chay nishchup boye jay
Pathor jibon gunche din
mrittur kinaray
Charidike shob mukhosher khela
bishakto cheharay
Amar bhetor ami kebol
nishesh hoye jai
bhor chute jaay dure bohudure
Mohashunney ekaki
Rojgar obhinoy venge ghumer
Vetor jege thaki |