Phagun Legechhe Sakhe Sakhe Basanta Utsav And Bengali Holi Special Song Is Sung by Piu Mukherjee. Song Mixing and Mastering by Goutam Basu. Music Composed by And Phagun Legechhe Sakhe Sakhe Lyrics Written by Ayesha Mukherjee.

Song Details:
Song: | Phagun Legechhe Sakhe Sakhe |
Singer: | Piu Mukherjee |
Lyrics: | Ayesha Mukherjee |
Label: | Asha Audio |
Phagun Legechhe Sakhe Sakhe Song Lyrics In Bengali
আজ এ আনন্দ প্রভাতে
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে।
প্রেমের আবিরে মাখা গোপী
খেলবে শ্যামেরই সাথে হোলি,
প্রেমের আবিরে মাখা গোপী
খেলবে শ্যামেরই সাথে হোলি,
রঙের নেশায় দোলে মধু মাধবী,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে।
কোন ফাগুয়ার ছোঁয়ায়
মাতে ব্রজগণ নেশায় মগণ,
রঙ্গীন হাওয়ায় আজি
দোলে ত্রিভুবন, যেন নবজীবন,
খেলাতে, হাসিতে, বেলা বয়ে যায়।
যাই ভেসে চলে, বিরহ যত
চোখে স্বপ্ন জাগলো কত,
যাই ভেসে চলে, বিরহ যত
চোখে স্বপ্ন জাগলো কত,
মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে
আজি এ আনন্দ প্রভাতে,
আজি এ আনন্দ প্রভাতে।
Phagun Legechhe Sakhe Sakhe Song Lyrics In Bengali
Aaji e anondo probhate
Rong choralo akashe batase
Fagun legeche shakhe shakhe
Boshundhora aaji e ananda prabhate
Premer abire makha gopi
Khelbe shayam er sathe holi
Ronger neshay dole modhu madhobi
Kon faguar choway
Maate brojogon neshay mogon
Rongeen haway aaji
Dole tribhubon jeno nobojibon
Khelate hasite bela boye jaay |