Valentine’s Day Special Bengali Song Putul Aami Song Is Sung by Anupam Roy. Song Mixing and Mastering by Shomi Chatterjee. Chure Fele De Amay Putul Aami Lyrics Written by Anupam Roy.

Song Details:
Song: | Putul Aami |
Singer: | Anupam Roy |
Lyrics: | Anupam Roy |
Label: | Saregama Bengali |
Putul Aami Song Lyrics In Bengali
ছুঁড়ে ফেলে দে আমায়,
ছুঁড়ে ফেলে দে আমায়।
আর কত আঘাত বল
আমায় পেতে হবে?
চাকাহীন হয়ে গাড়ি আমি
পড়ে আছি কবে, কবে থেকে।
কুসুম কুসুম শব্দমালা আলোড়িত করে
লিখে চলেছি তোরই কথা
অদ্ভুত মনের জোরে, কবে থেকে।
আর এখন গান, আমার প্রাণ
আমার প্রাণের থেকে মুছেছিস তোর ঘ্রান,
আর এই গান চায় তুফান
দারুন ঝড়ের শেষে চাইছি সমাধান।
ছুঁড়ে ফেলে দে আমায়
কাছে টেনে নে আমায়,
তোর হাতের পুতুল আমি।
ছুঁড়ে ফেলে দে আমায়
বুকে তুলে নে আমায়,
তোর হাতের পুতুল আমি।।
আমি ছিলাম ঘুমের ঘরে
কেন ডাক পাঠালি?
আমি পিছু ডাকিনি
তুই ঘুরে তাকালি, তাকালি কেন ?
তারপর এলো বসন্ত এই
ভাঙা বুকের ভেতর,
তোর মুখ তুই ঢাকলো যখন
শরীর জুড়ে আদর, তাকালি কেন ?
আর এখন গান, দেয় প্রমান
আমার প্রাণের থেকে মুছেছিস তোর ঘ্রান,
হ্যাঁ এই গান, আয়ুশমান
যত বাড়ছে বয়স হচ্ছি বুদ্ধিমান।
ছুঁড়ে ফেলে দে আমায়
কাছে টেনে নে আমায়,
তোর হাতের পুতুল আমি।
ছুঁড়ে ফেলে দে আমায়
বুকে তুলে নে আমায়,
তোর হাতের পুতুল আমি।
Putul Aami Song Lyrics In Bengali
Aar koto aghat bol
Amay pete hobe
Chakaheen hoye gari ami
Pore achi kobe theke
Kusum kusum shobdomala alorito kore
Likhe cholechi tori kotha
Adbhut moner jore kobe theke
Aar ekhon gaan amar praan
Amar praner theke muchechis tor ghran
Aar ei gaan chaay tufan
Darun jhorer seshe chaichi smadhan
Chure fele de amay
KAche tene ne amay
Tor haater putul ami
Chure phele dey amay
Buke tule ney amay
Tor haater putul ami