Srivalli Bengali Version Song Is Sung by Usha Uthup. Originaly Music Composed by Devi Sri Prasad from Pushpa. Tamil Version Song Is Sung by Sid Sriram And Hindi Version Song Is Sung by Javed Ali. Tumi Tomar Tulona Srivalli Bengali Version Lyrics Written by Rajiv Dutta.

Song Details:
Song: | Srivalli |
Singer: | Usha Uthup (Bengali Version) |
Lyrics: | Rajiv Dutta |
Label: | Aditya Music |
Srivalli Lyrics In Bengali
ওই চোখে আমার মন হারাতে
চোখ সরালে,
আর লাজুক নজর চোখের পাতায়
লুকিয়ে নিলে,
যায় না দেখা যাকে দেখো সে দেবতাকে
কাছে আছো তবু দেখোনা আমাকে।
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
কথা মধুর ঝর্ণা।।
সবার আগে আমি এগিয়ে
প্রেমে তোমারি শুধু পিছিয়ে,
ঝুঁকিনা কারো আগে কখনো
নুপুর দেখি তোমার মাথা নামিয়ে।
চাইনা আমি হিরে পান্না
চাই তোমাকে আর কিছুনা,
ওই দুচোখে আমায় তুমি
স্বপ্ন করে নাও।
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
কথা মধুর ঝর্ণা।।
সখি সাদামাটা যত তোমারি
ওদেরই মাঝে তুমি যে পরী,
যখনি ষোলো (১৬) শ্রাবন পেরোলো
তুমি শুধু নও সবাই সুন্দরী।
বাস জড়ালে লাল শাড়ি
সে ও লাগে রাজকুমারী,
ঝুমকো টিপ আর খোঁপার ফুলে
রূপ সেজে ওঠে, তবু।
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
হাসি কনকবর্ণা,
তুমি তোমার তুলনা, শ্রীবল্লি
কথা মধুর ঝর্ণা।
Srivalli Lyrics In Bengali
Oi Chokhe Aamar Mon Harate
Chokh Sorale
Aar Lajuk Nojor Chokher Patay
Lukiye Nile
Jaayna Dekha Jake
Dekho Se Debota Ke
Kaache Aacho Tobu
Dekhona Aamake
Tumi Tomar Tulona Srivalli
Hashi Konok Borna
Tumi Tomar Tulona Srivalli
Khotha Modhur Jhorna
Sobar Agey Aami Egiye
Preme Tomari Sudhu pichiye
Jhukina Kaaro Agey Kokhono
Nupur Dekhi Tomar Matha Namiye |