Save Tumi Jake Bhalobasho Lyrics from lyricstell.com. This song is very popular.Anupam Roy‘Iman Chakraborty sings Tumi Jake Bhalobasho. Music Composed By And Lyrics written by Anupam Roy. The song is from the movie Prakton, which was released in 2016. Let’s check out the lyrics of Tumi Jake Bhalobasho and also listen to the song.

Tumi Jake Bhalobasho Details:
Singer: | Anupam Roy | Iman Chakraborty |
Lyrics: | Anupam Roy |
Movie: | Prakton |
Released Date: | 27 May 2016 |
Tumi Jake Bhalobasho Lyrics
তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড় ।
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর ।
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর ।
তুমি অন্য কারোর সঙ্গে
বেঁধো ঘর ।
তোমার নৌকোর মুখোমুখি
আমার সৈন্যদল ।
বাঁচার লড়াই ।
আমার মন্ত্রী খোয়া গেছে
একটা চালের ভুল ।
কোথায় দাঁড়ায় ।
কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায় ।
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায় ।
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান ।
বুকের ভেতর ফুটছে যেন
মাছের কানকোর লাল ।
এত নরম ।
শাড়ির সুতো বুনছে যেন
সেই লালের কঙ্কাল ।
বিপদ বড় ।
কথার ওপর কেবল কথা
সিলিং ছুঁতে চায় ।
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায় ।
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান ।
Tumi jake bhalobaso
Snan er ghore baspe bhaso.
Tar jibone jhor.
Tomar kothar shubdo dushon
Tomar golar swor.
Amar dorjai khil diyechi
Amar darun jwor.
Tumi onnyo karor songe bendho ghor.
Tonar noukor mukhomukhi
Amar sainyodol.
Banchar lorai.
Amar montri khowa geche
Ekta chaler bhool.
Kothai danrai.
Kothar opor kebol kotha
Ceiling chunte chai.
Nijer mukher ayna adol
Lagche osohay.
Tumi onnyo karor chonde bendho gaan.